কুষ্টিয়ায় করিম মেম্বারের বাড়ি হতে তাজুল মেম্বারের বাড়ির পর্যন্ত কালভার্ট-গাইডওয়ালসহ রাস্তার সংস্কার

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলার অবহেলিত একটি গ্রাম মাটিয়ামতলা। উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের জনবহুল এলাকা এটি। দেশ স্বাধীনের পর থেকে উপজেলার প্রায় সব এলাকায় নতুন নতুন রাস্তা নির্মাণ করা হলেও মাটিয়ামতকা গ্রামের মানুষের দুর্ভোগের কথা ভাবেনি কেউ। কাচা রাস্তা, আবার ভাঙনে রাস্তা পড়ে গিয়াছে। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিনের কষ্ট। বিশেষ করে ইউনিয়নের মাটিয়ামতলা করিম মেম্বারের বাড়ি হতে-শ্রীরামপুর তাজুল মেম্বারের বাড়ির মোড় পর্যন্ত…১০০০ মিটার রাস্তার জন্য চরম দুর্ভোগ মানুষের। তারা এই রাস্তার জন্য কত না ধর্ণা ধরেছে চেয়ারম্যান-মেম্বরদের কাছে। কিন্তু শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ হয়ে আসছে এ যাবতকাল।

অবশেষে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি,উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামসহ সদর উপজেলা প্রশাসনের সহায়তায় বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শামসুল হক কালু এর প্রচেষ্টায় মাটিয়ামতলা গ্রামবাসী পেয়েছে তাদের স্বপ্নের রাস্তা। যার নাম করণ করা হয়েছে মাটিয়ামতলা সড়ক।

জানা যায়, উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের অবহেলিত একটি গ্রাম মাটিয়ামতলা । যে গ্রামে যাওয়ার কোন রাস্তা ছিলো না। চলাচলের একমাত্র রাস্তাটি ছোট বড় খানা খন্দে বেহাল অবস্থা। এভাবেই সীমাহিন দুর্ভোগ পাড়ি দিয়ে চলে আসছে স্কুল শিক্ষার্থীসহ ওই অঞ্চলের মানুষ। তারা একটি মাত্র রাস্তার জন্য ইতিপূর্বে বহু চেয়ারম্যান-মেম্বারদের দারস্তও হয়েছেন। কিন্তু সব জায়গা থেকে নিরাশ হয়ে ফিরেছে তারা। অবশেষে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হক এর প্রচেষ্টা এবং এমপি, উপজেলা চেয়ারম্যান, পিআইও এবং উপজেলা প্রশাসনের সহায়তায় গ্রামবাসী পেয়েছে স্বপ্নের রাস্তা।

এ প্রসঙ্গে স্থানীয় কয়েকজন বলেন, আমরা কোনদিনও ভাবেনি যে কালভার্ট,গাইডওয়াল সহ এইচবিবি রাস্তা পাবো। এ পর্যন্ত বহু জনপ্রতিনিধি ও নেতাদের দারস্ত হয়েছি। কিন্তু সুফল পায়নি। তাই বর্তমান চেয়ারম্যানের এর সাথে আমাদের বিষয়ে সব বলি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেন যে এই রাস্তা হবে। তাই আমরা গ্রামবাসী নতুন এই স্বপ্নের রাস্তার নাম করণ করেছি ’মাটিয়ামতলা সড়ক’। রাস্তাটির নির্মাণ কাজে সর্বদায় তদারকি করেন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পিআইও মনিরুল হক ফারুক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন যেখানে চলে এসেছে উন্নয়নের মহাসড়কে, সেখানে এ জায়গাটা একেবারই বে-মানান। রাস্তার পাশে খাল থাকায় ভেঙ্গে ধ্বসে যাচ্ছে, তাই কালভার্ট ও গাইডওয়াল সহ চলাচলের উপযোগি রাস্তা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার তাজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এতে সর্বাত্মক সহযোগীতা করেছেন এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *