September 16, 2025, 8:26 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ডাকা-তি মাম-লায় লু-ন্ঠিত মা-লামাল উ-দ্ধার’সহ ৮ জন গ্রে-ফতার সুজানগরে প-রিত্যক্ত অবস্থায় অ-স্ত্র উ-দ্ধার নতুন জীবন পেল সুজানগরে শি-কারির ফঁা-দে আট-কা ৪৫টি পাখি পাইকগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে ঘেরের আ-ইলে সবজি চাষ গোদাগাড়ীতে স-র্বনাশা পদ্মা নদীর ভ-য়াবহ ভাঙ্গনের শি-কার ৩ শত পরিবার দোয়ারাবাজারে বয়স্ক, বিধবা ও প্র-তিবন্ধী ভাতার ২৬৭টি বই বিত-রণ পাইকগাছায় গলায় ও-ড়না পেঁ-চিয়ে এক কিশোরীর আত্মহ-ত্যা শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেন প-দ হারালেন আশুলিয়ায় গু-লিবিদ্ধ অ-জ্ঞাত এক যুবকের লা-শ উদ্ধার করেছেন পুলিশ নলছিটি সেটেলমেন্ট অফিসে ঘু-ষের রা-জত্ব
সিরাজদিখানে সাংবাদিকদের সম্মানী টাকা আত্মসাৎ বিএনপির নেতার

সিরাজদিখানে সাংবাদিকদের সম্মানী টাকা আত্মসাৎ বিএনপির নেতার

লিটন মাহমুদ,
সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি।
সিরাজদিখানে সাংবাদিকদের সম্মানী টাকা আত্মসাৎের অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতার বিরুদ্ধে।গত ২৯শে মে উপজেলা বিএনপির একাংশ উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে। সেই প্রতিবাদ সভায় সাংবাদিকদের সম্মানী টাকা বাবদ ২৫ হাজার টাকা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দীন খান খোকন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন ও বিএনপি নেতা আজিজুল হক খানের কাছে দেন। পরবর্তীতে আজিজুল হক খান সেই টাকা যুবদল নেতা প্রীন্স নাদিমের কাছে দেয়। ওই সভা শেষ হয়ে গেলে সাংবাদিকদের সাথে কোন প্রকার আলোচনা নাকরেই সকল বিএনপি নেতা কর্মীরা ও চলে যায়।

গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে জসীম উদ্দীন খান খোকনের আলাপচারিতায় এই টাকা আত্মসাতেরর কথা জানাজানি হয়।সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দীন খান খোকন বলেন,আমি সাংবাদিকদের সম্মানী টাকা বাবদ ২৫ হাজার টাকা আমাদের বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন ও আজিজুল হক খানের কাছে দিয়েছি। আমি আজ জানতে পারলাম সাংবাদিকরা কোন সম্মানী ভাতা পায়নি।

আজিজুল হক খান বলেন,আমার কাছে জসীম উদ্দীন খান ভাই সাংবাদিকদের জন্য যে সম্মানী ভাতা দিয়েছিলো তা আমি যুবদল নেতা প্রিন্স নাদিমের কাছে দিয়ে দিয়েছি। সে বলেছে সাংবাদিকদের আমি ম্যানেজ করবো। পরে সে কি করেছে আমি জানি না। সাংবাদিকদের কত টাকা সম্মানী ভাতা হিসাবে দিয়েছে তা জানতে চাইলে আজিজুল হক খান বলেন,এ বিসয়টি যুবদল নোত প্রিন্স নাদিম সিক্রেট রাখতে বলেছে৷

এ বিষয়ে প্রিন্স নাদিমের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার কাছে কেউ কোন সম্মানী ভাতার টাকা দেয়নি। আমি নিজেই তো এই প্রতিবাদ সভার পক্ষে ছিলাম না।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন বলেন,ওই প্রোগ্রামের সব হিসাব আজিজুলের কাছে। সম্মানী ভাতার বিষয়টিও সে ও নাদিম দেখেছে। যদি সাংবাদিক ভাইদের সম্মানী ভাতা কেউ আত্মসাৎ করে থাকে তাহলে এটি নিন্দনীয় কাজ করেছে। আমি এই বিসয়টি জানতাম না। এখন জানলাম। আমি পুরো ঘটনা টি জেনে আপনাকে জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD