প্রধানমন্ত্রীর সাথে বেতাগী পৌরসভার মেয়রের সাক্ষাৎ

মোঃ খাইরুল ইসলাম মুন্না (বেতাগী বরগুনা)
বরগুনার বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

গতকাল সোমবার (৫ জুন) সকাল এগারটায় ঢাকায় গণভবনে এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয়দের পক্ষথেকে পটুয়াখালী পায়রা বন্দর ও শেখ হাসিনা সেনানিবাস থেকে ভায়া বেতাগী হয়ে বাগেরহাট-মোংলা পোর্ট- খুলনা সড়কের পূর্ব নির্ধারিত বেতাগী-কচুয়া পয়েন্টে বিষখালী নদীতে ব্রিজ নির্মাণ এবং উপক‚লীয় শহর হিসেবে বেতাগী পৌরসভার উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *