দ্বিতীয় বারের মত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন

মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন। তার এ অর্জনে গোদাগাড়ী রাজশাহী অঞ্চলের শিক্ষা পরিবারের মাঝে চলছে মিষ্টি মুখ, বইছে আনন্দের বন্যা।

এর আগে ২০১৮ ইং সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিলেন এ শিক্ষাকর্মকর্তা নাসির উদ্দিন এবং ২০১৯ ইং সালে তিনি রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হওয়ার গৌরব অর্জন করেছিলেন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া এ শিক্ষা কর্মকর্তা রাজশাহী জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন।

এর আগে শ্রেষ্ঠ বিভাগীয় কর্মকর্তা হিসেবে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাছাই করে বিজয়ী ঘোষনা করেন আঞ্চলিক কমিটি।
গত ২৮মে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর আঞ্চলিক কমিটির সদস্য সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল খালেক সরকার স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসেবে রাজশাহীর শিক্ষা অফিসার নাসির উদ্দিন এর নাম থাকায় সন্তোষ প্রকাশ, আনন্দ ও মিষ্টি বিতরণ করেছেন রাজশাহী বিভাগ ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
জানা যায়, জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকেই নাসির উদ্দিন শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় তার অধীনস্থ সকল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তার কার্যালয়কে শিক্ষা বান্ধব এবং আরো গতিশীল করে তোলেন।

তার এ সাফল্যে রাজশাহীর শিক্ষা পরিবার অভিনন্দন জ্ঞাপন করেন। রাজশাহীর কোট একাডেমীর প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম বলেন, রাজশাহী জেলা শিক্ষা অফিসার একজন সৎ, যোগ্য, দায়িত্বশীল, কর্মঠ শিক্ষা কর্মকর্তা, তার গতিশীল নেতৃত্বে রাজশাহীর শিক্ষা ব্যবস্থার ব্যপক উন্নয়ন হয়েছে। ৬ ষ্ঠ ও ৭ ম. শ্রেণির নতুন কারিকুলের সঠিক বাস্তবায়ন হতে যাচ্ছে। এ অর্জন শুধু জেলা শিক্ষা অফিসার মহোদয়ের নয় গোটা শিক্ষা পরিবারের।

গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী জানান, আমাদের সুযোগ্য জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন এর এমন সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। একই মন্তব্য করেন বাংলাদেশ শিক্ষক সমিতি গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক এমএন রেদওয়ান ফেরদৌস, গোগ্রাম আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, বিশ্বনাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *