পাকিস্তানে সুন্দরী প্রতিযোগিতায় সেরা মুকুট জয় করলেন কোটচাঁদপুরের মেয়ে চঞ্চলা ধারা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
পাকিস্তানে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস পাকিন্তান ইউনিভার্সেল’ বিভাগে সেরা মুকুট জয় করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের মনির আহাম্মদের মেয়ে কপোতাক্ষী চঞ্চলা ধারা। এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান কানাডা ভিত্তিক পাকিস্তান প্যাজেন্ট ওয়ার্ল্ড। প্রতিযোগিতায় দুই হাজার তরুণী অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতাটির অফিসিয়াল ফেসবুক পেজ ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ থেকে এই তথ্য জানা গেছে। কোটচাঁদপুর শহরের মনির আহাম্মেদ খবর নিশ্চত করে জানান, গত বুধবার (৩১ মে) লাহোরের প্র্যান্ড পাম হোটেলে বসে প্রতিযোগিতার চূড়ান্ত আসর। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চঞ্চলা ধারার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত সকলে হাততালি দিয়ে তার এই অর্জনকে স্বাগত জানান। সেরার মুকুট জয় করে সংবাদমাধ্যমকে চঞ্চলা ধারা বলেন, ‘এটা আমার কাছে সত্যিই অবিশ্বাস্য। জানতাম না যে, বিজয়ী হব। তবে লক্ষ্যটা ছিল সেরা হওয়ার। সেভাবে নিজেকে প্রস্তুত করেছিলাম। প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত ছিল আমার জন্য চ্যালেঞ্জের।’ পেশায় চিকিৎসক চঞ্চলা ধারা এখানেই থেমে থাকতে চান না। এগিয়ে যেতে চান সামনে। বিজয়ী চঞ্চলা ধারা করাচির কায়েদে আজম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বর্তমানে পাকিস্তান পিজি হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *