লন্ডনের মাটিতে ইমরুল কায়েস এবং সিহানের অসাধারণ ব্যাটিং এ কুমিল্লা ওয়ারিয়র্স এর তৃতীয় জয়

কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুনের
গত কাল কুমিল্লা ওয়ারিয়র্স বনাম নিউহাম ক্রিকেট ক্লাবের খেলায়, নিউহাম টসে জিতে ব্যাটিং করতে নেমে ১৬৯ রানে অল আউট হয়ে যায়। বল হাতে ইমরুল কায়েস ৩ উইকেট , মোজাহারুল সজীব এবং উমার খান ২ উইকেট করে পান। জবাবে ব্যাট করতে নেমে সিহান এবং ইমরুল কায়েস এর দুর্দান্ত ব্যাটিং এ মাত্র ১৫ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে কুমিল্লা ওয়ারিয়র্স ১৭০ রান করেন। আমিনুল ইসলাম সিহান করেন ৪৩ বলে ৭০ রান যেখানে ছিল ১২ টি বাউন্ডারি এবং ১ টি ছয়। ইমরুল কায়েস করেন ৩১ বলে ৬৫ রান যেখানে ছিলো ৭ টি বাউন্ডারি এবং ৪ টি ছয়।

বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় এবং কুমিল্লার ভিক্টোরিয়ান্স এর অধিনায়ক ইমরুল কায়েস গত মাসে লন্ডন আসেন এসেক্স ক্লাব ক্রিকেট খেলার জন্য। পাশাপাশি তিনি লন্ডনে স্বনামধন্য ক্লাব কুমিল্লা ওয়ারিয়র্স এর হয়ে ও ন্যাশনাল ক্রিকেট লীগ (এলিট ডিভিশন) ক্রিকেট খেলছেন। কুমিল্লা ওয়ারিয়র্স এর হয়ে গত ৩ ম্যাচ এ রান করেন ১৯৬ রান যেখানে ২ ম্যাচ এ ছিলেন নট আউট। বল হাতে ৩ ম্যাচ এ নেন ৭ উইকেট।

ইমরুল কায়েস এর দলে খেলা নিয়ে ক্লাব ফাউন্ডার আমিনুল ইসলাম সিহান বলেন, ইমরুল ভাই BPL এর কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে ৩ বার চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। এবং উনি বাংলাদেশের একটা আইকন। উনাকে আমাদের সাথে পেয়ে আমরা অনেক আনন্দিত। টেলিভিশন এর পর্দায় মানুষ টা হয়তো একরকম কিন্তু সরাসরি উনি একজন মাটির মানুষ। সবাই কে অনেক মোটিভেট করেন এবং দলকে একসাথে নিয়ে চলেন। এটাই একটা ক্যাপ্টেন এর গুন্ যার কারণে উনি একজন সফল অধিনায়ক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *