পঞ্চগড় এবার প্রেমিকের সাথে উধাও ৩ সন্তানের জননী

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
প্রেমিকের সাথে উধাও তিন সন্তানের জননী পারিবারিক কলহের জেরেও সংসারের শান্তি চলে যেতে পারে স্টার জলসা জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা জিতে যায়। তো হেরে যায় সন্তানদের জীবন

এমনই একটি ঘটনা ঘটেছে পঞ্চগড় সদরে চারমাইল ভুষিভিটা এলাকায়। প্রেমের টানে স্বামী-সন্তান ফেলে রেখে প্রেমিকের হাত ধরে চলে গেছেন ২৩ বছর বয়সী তিন সন্তানের এক জননী। পরকীয়া প্রেমিক বলছেন, সেলিনা আমার আত্মীয় দীর্ঘদিন যাবত ফোনে কথা হতো, আমি সেলিনার স্বামীর কাছে ৩০ হাজার টাকা পাবো। এজন্য এসব তালবাহানা।

১৩ দিনেও স্ত্রী সেলিনা আক্তারে খোঁজ না পেয়ে স্বামী জাহাঙ্গীর আলম পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়রী করেছেন। সাধারন ডায়রী নং ১৫৪২ তারিখ ২৩শে মে ২০২৩।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে জাহাঙ্গীর আলমের সঙ্গে বিয়ে হয় সেলিনা আক্তারে। বর্তমানে তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। দুই ছেলে ও এক মেয়ে মধ্যে বড় মেয়ে জাকিয়া, মেজো ছেলে জুবায়ের ও ছোট ছেলে সাধিন ।

ইতোমধ্যে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার ঘটবর গ্রামের আঃ রহিম উদ্দিনের ছেলে শাহাজানের সাথে তিন সন্তানের জননী সেলিনা আক্তারে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২২ মে, প্রলোভন দিয়ে গৃহবধু সেলিনা কে নিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও গৃহবধুকে আর পায়নি।

চারমাইল ভুষিভিটা এলাকার ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, শাহাজান আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছে। এখন আমার তিনটি সন্তান তাদের মায়ের পথ চেয়ে অঝোরে চোখের পানি ফেলছে। স্ত্রীকে দ্রুত আমাদের কাছে ফিরে পেতে থানার আশ্রয় নিয়েছি।

গৃহবধূ সেলিনার বাবা সলিম উদ্দিন জানান, সেলিনা আমাকে ফোনে জানিয়েছে সে ভাল আছে। আমি জামাই জাহাঙ্গীরকে শাহাজানের বিরুদ্ধে মামলা করতে বলেছি, মামলা করে নাই তাই আমি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দুলাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তসহ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *