May 11, 2025, 11:12 pm
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকাল ৮ টায় উপজেলার উজলকুড় গ্রামে। আহতরা হলেন, আ. মজিদ (৫৫), আ. ওহিদ (৪৮), আ. মতিন শেখ (৪৫), মো. আনিস শেখ (৪০) ও মো. সালাউদ্দীন শেখ (৩৫)। এ ঘটনায় আহত ভিকটি আ. মজিদের পুত্র আ. সবুর শনিবার রাতে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। রামপাল থানা পু্লিশ তাৎকালিকভাবে অভিযান চালিয়ে উজলকুড় গ্রামের ইনসান শেখের পুত্র আয়ুব আলী ও রণসেন গ্রামের আহম্মদ আলির পুত্র আনোয়ার শেখকে গ্রেফতার করেছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অন্য আসামিদের ধরার জোর চেষ্টা চলছে।#