মহেশপুরে মা বগকে গুলি করে হত্যা ছানাদের চলছে আহাজারি, অনাহারেই মৃত্যু নিশ্চিত। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ।

মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-
৪ জুন সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামে সুমন নামের এক পাখি শিকারি ইয়ারগান দিয়ে ৪টি মা বগকে গুলি করে মেরে ফেলাই বাসায় থাকা তাহাদের বাচ্চাদের চলছে আহাজারি। মায়ের মুখের খাবার না পেলেই নিশ্চিত মরতে হবে ওদের।
জানা গেছে দীর্ঘ ১৫/১৬ বছর যাবত উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামে মৃত ফকিরচাঁদ মন্ডলের বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ে প্রায় শতাধিক বগ পাখি বাসা বেঁধে রয়েছে। সেখানে ঘোপে ঘোপে ২৫/৩০ বড় বড় বাসা ও বাচ্চাও রয়েছে। গত ৪ জুন সকালে ঐ বাঁশঝাড়ে বসে থাকা পাখি শিকার করতে প্রতিবেশিরা তাকে নিষেধ করে। এসময় পাখি শিকারি সুমন কারো কোন নিষেধ তোয়াক্কা না করে ইয়ারগান দিয়ে কয়েকটি বগ পাখি মেরে ফেলে। এসময় বাড়ির মালিক ছুটে আসলে সে দ্রত পালিয়ে যায়। বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসন সহ বিভাগীয় বন্য প্রানী সংরক্ষককে অবগতি করলে তাহারা আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এভাবে পাখি শিকারি সুমন গত কয়েক মাস ধরে এলাকাসহ বিভিন্ন স্থানে প্রতিনিয়ত সকাল বিকাল ও সন্ধা রাত পর্যন্ত পাখি একের পর এক পাখি শিকারের কাজে লিপ্ত হয়ে বিভিন্ন জাতের মা ও বাচ্চা পাখি ইয়ার গানের গুলি দিয়ে শিকার করে আসছে। বিষয়টি নিয়ে সুমনের সাথে কথা বললে তিনি দাম্ভিকতার সাথে স্থান ত্যাগ করে চলে যায়।
বিঃ-দ্রঃ-বাঁশঝাড়টি প্রচুর ভাবে ঘন ও জ্যাম হওয়ায় উপরে উঠা সম্ভব না হয়নি। তাই ঝাড়ের মধ্যে পাখি ও মা হারা পাখির বাসার বাঁচ্চা গুলোর ছবি দেখাতে পারলাম না, তবে তাদের আহাজারি দেশবাসীকে শুনালাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *