January 2, 2025, 4:01 pm
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় প্রাইভেট পড়তে গিয়ে সিয়াম (১৩) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২” রা- জুন-২০২৩ ইং) তারিখ সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। নিখোঁজ সিয়াম পৌরসভার ৩ নং ওয়ার্ড শান্তিবাগ এলাকার বাসিন্দা জামাল সিকদারের ছেলে মায়ের নাম মর্জিনা বেগম।
পারিবারিক সুত্রে জানাগেছে, স্কুল ছাত্র সিয়াম প্রাইভেট প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট পড়তে গিয়ে রাত ৮ টার সময় বাসায় ফিরে আসে। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সন্ধ্যায় প্রাইভেট পড়তে গিয়ে সময় পেরিয়ে গেলেও বাসায় ফিরে আসেনি সিয়াম। পরিবারের লোকজন তাকে শহরের বিভিন্ন স্থানে খোজাখুজি করে সন্ধান না পেয়ে থানায় লিখিত নিখোঁজ ডাইরি করেন। নিখোঁজ স্কুল ছাত্র সিয়ামকে খুজে বের করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করেছে গলাচিপা থানা পুলিশ।