পটিয়ায় বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ
বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব আন্তর্জাতিক ভেসাক ডে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও পটিয়ায় বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন পটিয়া উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ( ২জুন) বিকালে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন দি বুড্ডিস্ট কো অপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাথেরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাবেক সভাপতি বাবু নেত্রসেন বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটনের সভাপতিত্বে এবং মহা সচিব সীমাজু বড়ুয়া ও যুগ্ম সচিব সৈকত চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক দোলন কান্তি বড়ুয়া। এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কীর্ত্তনীয়া শাক্যপদ বড়ুয়া। অনুষ্টানে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়াকে সংবর্ধনা দেয়া হয়। অভিষেক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পটিয়া বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের সভপতি শৈবাল বড়ুয়া ও সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া।
বক্তারা বলেন, বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বৌদ্ধ ধর্মালম্বীদের পাশাপাশি সকল ধর্মের লোকেদের সহবস্থান নিশ্চিতে কাজ করছে। বিভিন্ন সময়ে হওয়া সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরে তারা বলেন, সংখ্যালঘু নির্যাতন বন্ধে অতীতে হওয়া সকল হামলার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এছাড়াও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্টার দাবি জানান তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *