ঝিনাইদহে স্কুল ফাঁকী দিয়ে পার্কে আড্ডা পুলিশের কব্জায় ৬০ শিশু শিক্ষার্থী

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরে কিশোর গ্যাং প্রতিরোধে নান্দনিক উদোগ নিয়েছে ঝিনাইদহ পুলিশ। স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীরা যাতে বিপথগামী হতে না পারে সে জন্য স্কুল টাইম মনিটরিং করা হচ্ছে। কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার ঝিনাইদহের বিভিন্ন পার্কে আড্ডা দেওয়া প্রায় ৬০ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা এই অভিযানের নেতৃত্ব দেন। তথ্য নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের বিভিন্ন পার্কে স্কুল ফাঁকী দিয়ে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসে এবং তাদের সতর্ক করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহনের জন্য পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *