বানারীপাড়ায় জামিনে ছাড়া পেয়ে সাবেক স্ত্রীর বাড়িতে গিয়ে মারধরের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

মোঘল সুমন শাফকাত, বরিশাল প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়ায় জেল থেকে জামিনে বেড়িয়ে সাবেক স্ত্রীর বাড়িতে এসে
মারধর ও হুমকি ধামকি দেয়ায় মোঃ শামিম বালী সহ ৩ জনের বিরুদ্ধে থানায়
লিখিত অভিযোগ করেছেন লিনা খানম। থানার অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে
উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী বাজার সংলগ্ন আবদুল হাকিম হাওলাদারের
মেয়ে লিনা খানমের সাথে সৈয়দকাঠির সাতবাড়িয়া গ্রামের আবুল বালীর ছেলে
শামিম বালীর বিবাহ হয়। বিয়ের পর থেকে শামিম স্ত্রী লিনাকে যৌতুকের জন্য
শারীরীক ভাবে নির্যাতন করে। নির্যাতন ও যৌতুক এবং কলহের এক পর্যায়ে লীনা
ও শামিমের সাথে বিচ্ছেদ ঘটে। এর পরে লিনা তার স্বামী শামিমের বিরুদ্ধে
বরিশাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে সেই মামলায়
শামিম বালী গ্রেফতার হয়ে হাজতবাস করে। মামলা নং- ৩৩৮/২০২২। সম্প্রতি জেল
থেকে জামিনে বেড়িয়ে শামিম ৩১ মে সকালে স্থানীয় আল আমিন ও কালাম ঘরামীকে
সাথে নিয়ে সাবেক স্ত্রী লিনা খানমের বাড়িতে ঢুকে লিনাকে মারধর ও হুমকি
ধামকি দিয়ে চলে যায়। এ অবস্থায় অসহায় লিনা খানম ও তার অসুস্থ পিতা সহ
গোটা পরিবার জীবনের নিরাপত্তা হীনতায় রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *