May 9, 2025, 7:29 pm
মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে কারিতাস আইসিডিপি প্রকল্পের দরিদ্র সিসিইউ সদস্যদের মধ্যে ৩১শে মে রোজ বুধবার সকাল ১০টা ছাতন পাড়া কার্যালয়ে দূর্বল সিসিইউ সদস্যদের মাঋে ইনপুট সাপোর্ট প্রদান করা হয়।কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও)মি:উচোমেন মংমং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সিসিইউ ফেডারেশনের সভাপতি মি:মংথিন জো,উপজেলা সমবায় কার্যালয়ে সহকারী পরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম,তালতলী পে্রস ক্লাবের সহ-সভাপতি মি:মংচিন থান, সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।
আলোচনা শেষে দরিদ্র সি সি ইউ সদস্যদের ৫০ জনের মাঝে ২০০০ টাকা করে মোট ১ লক্ষ টাকা প্রধান করা হয়।#
মংচিন থান
বরগুনা প্রতিনিধি