মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মৃত্যুর সংবাদ পেয়ে মৃত স্বজনকে দেখতে যাওয়ার পথে সড়কে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী। বুধবার (৩১ মে) সকালে প গড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কাটনহারী-তাঁতিপাড়া এলাকায় বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ।
নিহত তিনজন হলেন প গড়ের বোদা উপজেলার তিতোপাড়া এলাকার আমিন শেখ (৪৮), আলমাস আলী (৬০) ও তাঁর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫)। আহত ব্যক্তির নাম সালেকুল ইসলাম ওরফে ছালু শেখ (৪৫)। তিনিও একই এলাকার বাসিন্দা। তাঁরা সবাই পরস্পরের আত্মীয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকার এক স্বজনের মৃত্যুর খবর শুনে বোদা উপজেলার তিতোপাড়া এলাকা থেকে ওই চার স্বজন একই মোটরসাইকেলে করে লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। দেবীডুবা ইউনিয়নের কাটনহারী-তাঁতিপাড়া এলাকায় বোদা-দেবীগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রাক্টরের পেছনে তাঁদের চলন্ত মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চার আরোহী সড়কের ওপরে ছিটকে পড়েন।
ঘটনাস্থলেই আমিন শেখ ও তৌহিদুল ইসলাম মারা যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত আলমাস আলী ও সালেকুল ইসলামকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মারা যান। আহত সালেকুল ইসলাম এখনো সেখানে চিকিৎসাধীন।
ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (্এসআই) মোহাম্মদ হোসেন বলেন, নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মুুহম্মদ তরিকুল ইসলাম।।
Leave a Reply