ঝিনাইদহ সড়কের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মুসল্লীদের মানববন্ধন

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সড়ক ও জনপথ মসজিদের খতিব আবুল হাসানকে অবৈধ ভাবে রাতের আঁধারে অপসারণ করার প্রতিবাদে ফুসে উঠেছে সাধারণ মুসল্লীরা। বুধবার জোহরের নামাজ শেষে সাধারণ মুসল্লীরা রাস্তার সামনে দাড়িয়ে প্রতিবাদ জানাতে থাকে। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় মসজিদের নিয়মিত মুসল্লি আতিয়ার রহমান, সামছুল ইসলাম ও ইদ্রিস আলী বক্তব্য রাখেন। বক্তাগন বলেন, ঝিনাইদহ সড়কের নির্বাহী প্রকোশলী আনোয়ার পারভেজ মসজিদে এক ওয়াক্ত নামাজও জামায়াতের সঙ্গে পড়েন না। অথচ রাতে আঁধারে তিনি পকেট কমিটি করে মুসল্লীদের অপমান করেছেন। মুসল্লীরা আগামী শুক্রবারের মধ্যে খতিবকে স্বপদে বহাল ও সাধারণ মুসল্লীদের নিয়ে কমিটি গঠনের আল্টিমেটাম ঘোষনা করেন। তা না হলে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেওয়া হয়। মুসল্লী আতিয়ার রহমান বলেন, ১৯৭৫ সাল থেকে ৪৭ বছর খতিব পদে আছেস আবুল হাসান। তিনি ছাপড়া মসজিদ থেকে আজ তিন তলা পর্যন্ত করতে পরিশ্রম ও মেধা দিয়েছেন। অথচ তাঁকে অপমান অপদস্ত করে রাতের আধাঁরে বিদায় করে দেওয়া হলো। মুসল্লি সামছুল ইসলাম বলেন, আগামী শুক্রবারের মধ্যে ইমাম আবুল হাসানকে পুনুরায় স্বপদে বাহাল করা না হলে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মুসল্লি ইদ্রিস আলী বলেন, কিছু স্বার্থন্বেষী বহিরাগত ব্যাক্তিদের প্ররোচনায় মুসল্লিদের না জানিয়ে এবং পূর্বের কমিটির কোন সদস্যকে না রেখে রাতের আধাঁরে নির্বাহী প্রকৌশলী যে পকেট কমিটি গঠন করেছেন তা আমরা মানি না। এই কমিটি বাতিল করে নতুন কমিটি করতে হবে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সড়ক ও জনপখ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনোয়ার পারভেজের মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

ঝিনাইদহ
আতিকুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *