May 9, 2025, 3:12 am
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ামাফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় পৌর সদরের অস্থায়ী কার্য্যালয় দোয়া ও আলোচনা সভা হয়। উপজেলা বিএনপির সভাপতি চিকিৎসক আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আইনজীবী জি এম আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু, মোস্তফা মোড়ল, মোঃ আবুল হোসেন, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম আব্দুল মজিদ গোলদার, প্রনব কান্তি মন্ডল, এস এম নাজির আহম্মদ, আসাদুজ্জামান খোকন, আইনজীবী টি এম সুমন, মেছের আলী সানা, সরদার ফারুক আহমেদ, এস এম মোহর আলী, গাজী মুজিবুর রহমান, আলমগীর হোসেন, গোলাম রব্বানী, আজাহারুল ইসলাম, মনিরুজ্জামান মনি, বি এম আকিজ উদ্দীন, রায়হান পারভেজ টিপু, আবু মোছা সরদার, আবুল কাশেম সরদার, কাজী সাইফুল ইসলাম , কামাল হোসেন, সুজায়েত, কাশেম জোয়াদ্দার, মীর সাবান আলী, মাসুম হাজরা, ঈদ্রীস খান, আরিফ হোসেন, রাসেল হোসাইন, সহিদুর রহমান, শেখ ইব্রাহিম হোসেন, বাচ্চু সানা, ইসমাইল, আবুল খােেয়, শিমুল, কুদ্দুস মোড়ল, গাজী জবেদ আলী, বাবুল সরদার, শাহীন মোড়ল, আমিনুল শান্তুনু প্রমুখ।