January 3, 2025, 2:56 am
রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অনুমোদন পাওয়া বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত তালতলী পাচীর বিলে স্থাপনের দবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এই দাবীতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে প্রধান সড়কে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌরসভার সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল, মোঃ শফিকুর রহমান মামুন, অধ্যক্ষ আব্দুর রহমান রহমান, পৌর কাউন্সিলর সারোয়ার তানজিদ সম্রাট, মোকারম হোসেন, দুবলহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এরশাদ আলী, পৌর যুবলীগের প্রচার সম্পাদক হযরত আলী শিপলু।
বক্তাগন বলেছেন যেহেতু স্বাধীনতার পর ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম নওগাঁ এসেছিলেন। তখন এই তালতলী প্রাচীর বিলে বিশাল জনসভায় ভাষন দিয়েছিলেন। সেই কারনে এই স্থানটি ঐতিহাসিক হিসেবে পরিগনিত হয়েছে। সেই কারনে যৌক্তিক কারনে তালতলী প্রাচীর বিলে বিশ্ব বিদ্যালয় স্থাপনের দাবী জানানো হয়েছে। #