গোপালগঞ্জে ৪ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ডিপ্লোমা ইন্ঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের সমস্যার সমাধান ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশসহ ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

বাংলাদেশ ডিপ্লোমা ইন্ঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসুচির আয়োজন করে।

আজ বুধবার (৩১ মে) বেলা ১২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করে। এ কর্মসূচীতে ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক অংশ নেন।

মানববন্ধন চলাকালে আইডিবির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সদস্য সচিব আতিয়ার রশুল হিমেল, সহ সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক তম্ময় গোলদার, কার্য নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মো: বিল্লাল বিশ্বাস বক্তব্য রাখেন।

বক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের অালোকে ইঞ্জিনিয়ারিং-এর সংজ্ঞা নির্ধারণসহ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ এর বিতর্কিত ধারা উপধারা সংশোধন ও সংশোধিত ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০২৮ এর গেজেট প্রকাশের দাবী জানান। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *