গোদাগাড়ীতে প্রতিষ্ঠান প্রধান, এসএমসির সভাপতিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন ( পিবিজিএসআই) স্কীম এর আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের নিয়ে এক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯ টার সময় উপজেলা অডিটারিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ সবুজ হাসান।
রাজশাহী জেলায় গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলমকে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানানো হয়।

বক্তব্য প্রদান করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুর রহমান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএমসির সভাপতি, গোদাগাড়ী পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, জেলাপরিষদ সদস্য আব্দুর রশিদ প্রমূখ।

বক্তাগন তাদের বক্তব্যে বলেন, মাধ্যমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে করতে হবে, মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সর্বচ্চ অংশগ্রহন এবং তাদের প্রতিষ্ঠানে ধরে রাখতে হবে, শিক্ষার্থী, শিক্ষক এবং প্রতিষ্ঠানেসমূহে, অর্থনৈতিক সহায়তা প্রদার করার করার মাধ্যমে পরিচালন এবং ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, জনসম্পৃক্তি বৃদ্ধিকরন, জবাবদিহি নিশ্চিতকরতে হবে। একবিংশ শতাব্দীর জন্য বৈশ্বিকমানের নাগরিক উন্নয়নে আরও কার্যকর, ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং গুনগত মানের মাধ্যমিক শিক্ষা পদ্ধতি অর্জন করা। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ফলাফল এবং শিক্ষা পদ্ধতির কার্যকারিতা উন্নয়ন করা। স্কুল এবং মাদ্রাসা ব্যবস্থাপনা সক্ষমতা শক্তিশালীকরণ, জনসম্পৃক্তি বৃদ্ধিকরন। শেষ পর্বে প্রশ্ন উত্তর অনুষ্ঠিত হয়। এ পর্বে অংশ গ্রহন করেন, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, প্রধান শিক্ষক কোরবান আলী, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মতিয়ার রহমান, শরিফুল ইসলাম, মাজেদ জাহাঙ্গীর ময়না প্রমূখ।

মোঃ হায়দার আলী,
গোদাগাড়ী, রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *