কয়রায় আইন শৃঙ্খলা কমিটির সভায় সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করায় উদ্বেগ প্রকাশ

শেখ সাইফুল ইসলাম কবির সিনিয়র স্টাফ রিপোর্টার: খুলনার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে এপ্রিল মাসের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা গত ৩০ মে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মােঃ মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ কমলেস কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, থানা অফিসার ইনচার্জ এবিএমএস দােহা (বিপিএম), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মােঃ রেজাউল করিম । বক্তৃতা করেন প্রানী সম্পদ অফিসার কাজী মুস্তাইন বিল্লাহ, যুব উন্নয়ন অফিসার মােঃ রেজাউল করিম, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মােঃ আনােয়ার হােসেন,জন স্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহম্মেদ, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা গােলাম মােস্তফা, মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তি যােদ্ধা এ্যাড জিএম কেরামত আলী, ইউপি চেয়াররম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম,আলহাজ্ব আব্দুস সামাদ গাজী, মােঃ জিয়াউর রহমান জুয়েল, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন অফিসার শ্যামা প্রসাদ রায়,বানিয়াখালী ফরেস্ট স্টেশন অফিসার একেএম আবু সাহিদ, দুপ্রোকের সভাপতি আবু দাউদ মােল্যা,সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, মােঃ রিয়াসাদ আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ধীরাজ কুমার রায়, কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিক্কার আলম, ইউপি সদস্য মহাশিষ সরদার, আঃ সালাম খান প্রমুখ। সভায় নেতৃবৃন্দ সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ শিকার করায় উদ্ধেগ প্রকাশ করেন। এবং জুন মাসের ১ তারিখ থেকে আগস্ট এই ৩ মাস সুন্দরবনে মাছ শিকার সহ প্রবেশ নিষিদ্ধ ঘােষনা করা হয়েছে। সভায় সুন্দরবনে অবৈধ উপায়ে যাতে মাছ শিকার না করতে পারে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানানাে হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *