রাজারহাটে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ:২৮-০৫-২০২৩ ইং। রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি নানা আয়োজন মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালী প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,এসিল্যান্ড এসএম আরিফুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রব,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী,উপজেলা মৎস অফিসার আরিফুল ইসলামসহ আরও অনেকেই।আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *