পানছড়িতে ‘আশা’র ত্রৈমাসিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরে পড়া রোধে নিজস্ব অর্থায়নে ‘প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি’ পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়িতে দুইদিন ব্যপী ২৯ ও ৩০ মে ত্রৈমাসিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (২৯ মে) সকাল ১০ টার সময় প্রথম দিনে পানছড়ি বাজারস্থ “আশার” ব্রাঞ্চ অফিসে শিক্ষা সুপারভাইজার ও ১৫ জন শিক্ষা সেবিকাগণদের এই প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করা হয়।

এই সময় শিক্ষা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ব্রাঞ্চের আর.এম মোঃ রহিম উল্লাহ,পানছড়ির ব্রাঞ্চ ম্যানেজার মিতা খীসা।এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মসূচির প্রশিক্ষক ও কালানাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান, পানছড়ি ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার ফরহাদ মিয়াসহ প্রমুখ।

জানা যায়,পানছড়ির ৫টি ইউনিয়নে( শিশু শ্রেনি থেকে দ্বিতীয় শ্রেনি পর্যন্ত) বর্তমানে আশার ১৫টি স্কুল রয়েছে। যার মধ্যে মোট শিক্ষার্থী রয়েছে ৪০৬ জন।এই স্কুল গুলোতে প্রতিদিন দুই ঘন্টা করে (৩টা থেকে ৫টা) পর্যন্ত ১৫ জন শিক্ষা সেবিকাদের মাধ্যমে এই কর্মসূচির সুবিধা প্রদান করা হয় ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *