রামপালের উজলকুড় ইউপির উম্মুক্ত বাজেট ঘোষণা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালের উজলকুড় ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের মিলনায়তনে চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে এ বাজেট পেশ করেন, ইউপি সচিব জাহিদুল ইসলাম। বাজেটে রাজস্ব আয় ৪৯ লক্ষ ৪২ হাজার টাকা এবং উন্নয়ন আয় দেখানো হয়েছে ১ কোটি ৫১ লক্ষ ৮৪ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৪৯ লক্ষ ১১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হযেছে ১ কোটি ৫১ লক্ষ ৮৪ হাজার টাকারও বেশী। উদ্বৃত্ত মোট আয় ২ কোটি ১ লক্ষ ২৬ হাজার টাকা। আর ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৬ হাজার টাকার কিছু বেশী। মোট উদ্বৃত্ত রয়েছে ৩০ হাজার টাকার কিছু বেশী। ২০২২-২০২৩ অর্থ বছরের তু্লনায় চলতি অর্থ বছরে নতুন কোন করারোপ করা হয়নি বলে বাজেট সভায় উল্লেখ করা হয়েছে। ওই সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মুজিবর রহমান, আলী গাজি, ইখতিয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম, আবু জাফর, মহিলা সদস্য বিউটি বেগম, সাংবাদিক মহিদুল ইসলাম, সংবাদিক মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *