মোংলায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

মোংলা প্রতিনিধি:
মোংলায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট সভায় বক্তৃতা রাখেন,
সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন,
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু শেখর বিশ্বাস,
বাজুয়া সুরেন্দ্র নাথ কলেজের সাবেক অধ্যক্ষ ঠাকুর দাশ হালদার, প্রমূখ। এ সময় বাজেট পরিকল্পনা সভায়
শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ বছর ৩ কোটি ১৯ লাখ ৭ হাজার ৮৬ টাকা আয়, ৩ কোটি ১৭ লাখ ৯৭ হাজার ৫’শ ৮৬ টাকা ব্যয় ও ১ লাখ ৯ হাজার ৫ শো টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস। ইউনিয়নের যোগাযোগ, অসহায় ও গরিব মানুষ সহায়তা, কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও ক্রীয়া সাংস্কৃতি স্ব্যাস্থ্য ও স্যানিটেশন, প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনা,(বৃক্ষরোপন), মানব সম্পদ উন্নয়ন, দুর্যোগ ব্যাবস্থাপন, ঘুর্ণিঝড়ে এলাকায় ক্ষয়-ক্ষতির সহায়তা ও ত্রান, তথ্য প্রযুক্তি, খেলাধুলা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতাসহ আরো অনেক দিক বিবেচনায় রেখে এবারের বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষণা ও পরিকল্পনা সভা পরিচালনা করেন ২ নং বুড়িরডাঙ্গা ইউনিয়নের সচিব অপূর্ব কুমার হালদার। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পরিষদে বর্তমান ইউপি সদস্যরা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উম্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভায় ইউনিয়নের সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, এটি আমার দ্বিতীয় বাজেট ঘোষণা। প্রতি বাজেট ঘোষণার সময়ই আমি চেষ্টা করি একটি জনবান্ধব বাজেট উপস্থাপন করার। আমরা যে বাজেট তৈরি করি তা সব সময় আমাদের ইউনিয়নের মানুষের কথা মাথা রেখেই করি। উদয় শংকর বিশ্বাস বলেন, এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এ ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে পরিনত করতে। এ জন্য আমি আমার সকল মেম্বারসহ আমার ইউনিয়নবাসীর সহযোগীতা চাই। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনার বিষদ ব্যাখ্যা দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *