January 2, 2025, 10:08 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেতাগী বরগুনা প্রতিনিধি।

“জ্ঞান যেখান সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব” এই মন্ত্রে উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সচেষ্ট দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩” অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ মে)বরগুনা বেতাগীতে দুর্নীতি দমন কমিশন আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য এই বিষয়ে “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩” আয়োজন করা হয়।

মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখলী দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় সহকারী পরিচালক মোঃ মাইনউদ্দীন।

বেতাগী সরকারি কলেজ সততা সংঘের সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্না সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখলী দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় উপসহকারী পরিচালক কামরুল ইসলাম,দুর্নীতি প্রতিরোধ কমিটি বেতাগী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহাসিন খান , বেতাগী প্রসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম মন্টু, বেতাগী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য শাহানা পারভীন।

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা দুটি দল আংশগ্রহন করেন মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় ও হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
এর মধ্যে পক্ষে দলে হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও পক্ষ দলের দলনেতা মেহেদী হাসান , মেহেরাফ হাসান ও নবম শ্রেণির মেহেরুন্নেসা মৌ। এবং বিপক্ষ এর প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও বিপক্ষ দলের দলনেতা সাবরিনা রিয়া, নবম শ্রেণির উম্মে হাবিবা, দশম শ্রেণির আজিম খান। বিতর্ক অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ কামরুজ্জামান সহকারি শিক্ষক মোকামি মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিযোগিতায় হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকরা চ্যাম্পিয়ন ও মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় বিতর্কিরা রানার্সআপ হয়েছে এবং মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় পক্ষ দলের দলনেতা মেহেদী হাসান শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছে।

বিতর্ক অনুষ্ঠান শেষে বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ ও সততা স্টোর পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD