July 3, 2025, 11:18 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ ‘গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় পাবনার সুজানগর উপজেলায়ও পালিত হয়েছে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৩। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ এর সভাপতিত্বে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব বলেন, নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করা হলো নিরাপদ মাতৃত্ব দিবস পালনের উদ্দেশ্য। একজন নারী গর্ভধারণের পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার রাখেন। শুধু মা-ই নন,মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুরও যতœ প্রয়োজন, যাকে বলা হয় গর্ভকালীন সেবা। এ গর্ভকালীন যতেœর লক্ষ্য হলো মা ও শিশুর সুস্বাস্থ্য নিম্চিত করা এবং গর্ভজনিত কোনো জটিলতা দেখা দিলে তা প্রতিরোধ বা চিকিৎসা করা। এক কথায় মায়ের স্বাস্থ্যের কোন অবনতি না করে পরিবার ,সমাজ ও দেশকে একটি সুস্থ শিশু উপহার দেওয়া।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।