ভূমি অধিগ্রহনের চেক পাইয়ে দেওয়ার কথাবলে টাকাহাতিয়ে নেওয়া দালাল জিল্লু আটক, ৬ মাসের কারাদন্ড

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||
জমি অধিগ্রহণের চেক পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাগেরহাট ডিসি অফিসের এল এ শাখার এক দালালকে আটক করেছে জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ওই দালালকে। দন্ডাদেশ প্রাপ্ত দালাল বাগেরহাটের রামপাল উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মো. জলিল মলঙ্গীর ছেলে জিল্লুর রহমান মালঙ্গী (৪২)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে অহেতুক ঘোরাফেরা করাকালীন সন্দেহবশত তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথা বার্তা বলতে থাকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দালাল জিল্লুর মলংগী অধিগ্রহণ হওয়া ভূমির মালিকদের টাকা পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার কথা স্বীকার করেন। খানহাজান আলী বিমান বন্দরের জমি অধিগ্রহণের চেক পাইয়ে দেওয়ার কথা বলে অন্তত আটজনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে জিল্লুর। চেক ও টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন। আজ তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *