প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও বিএনপির জামাতের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ

শেখ সাইফুল ইসলাম কবির সিনিয়র স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া এবং সারাদেশে বিএনপি
জামাতের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগ। শনিবার বিকেলে উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে পৌর মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পৌর মার্কেটের সামনে সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। যারা দেশের উন্নয়ন চায়না তারাই প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করে আসছে। প্রধানমন্ত্রীকে হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মিঠাখালি ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি ও পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর এস,এম কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম (জিকু) প্রমূখ। এসময় সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না। আপনারা সমাবেশ করছেন, আমরা জানি কেন করছেন। নির্বাচনও করবেন। এখন বলছেন, তত্ত্বাধায়ক সরকার ছাড়া নির্বাচন করবেন না, শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না। আপনাদের জন্য নির্বাচন থেমে থাকবে না। নির্বাচনে আসেন, কিছু আসন পেলেও পেতে পারেন। জনগণ যদি ভোট দেয়, তাহলে কিছু আসন পেতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যা জীবনেও কল্পনা করতে পারিনি, সেই রকম উন্নয়ন হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *