সুন্দরগঞ্জে ঐতিহ্যবাহী জনতা ব্যাংক অপসারণের চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজারে অবস্থিত জনতা ব্যাংক লিমিটেড অপসারণের চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মীরগঞ্জ বাজার জনতা ব্যাংকের সামনে এলাকাবাসী ও সাধারণ জনগণের আয়োজনে উক্ত ব্যাংক সুন্দরগঞ্জ বাজারে অপসারণের চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল- মামুন, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, পৌর সভার ১ নং ওয়ার্ডের আ’লীগ সভাপতি শাহ সুলতান,কমিশনার সামিউল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা বলেন, মীরগঞ্জ বাজার হতে জনতা ব্যাংক অপসারণ করা হলে আমরা সবাইকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *