January 2, 2025, 5:50 pm
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে কারিতাসের উদ্যোগে কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী এ মেলার আয়োজন করে কারিতাসের আলোক-৩ প্রকল্প। উক্ত মেলায় কারিতাস ময়মনসিংহ অঞ্চল আর ডি অপূর্ব ম্রং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রসাশক নাফিসা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.রহিম, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, জলছত্র ধর্মপল্লীর পাল পুরোহিত ফা: সুবাস কস্তা সিএসসি, জিএমএডিসির সভাপতি অজয় এ মৃ, থাংআনী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিহির মার্টিন মৃ, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা কস্তা সিএসসি ও কারিতাস আলোক-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা সূচনা রুরাম অন্যান্য নেতৃবৃন্দ। কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলায় ১৭টি স্টল বসে ছিল। কারিতাসের নারী-পুরুষ কৃষক দল স্টল প্রদর্শন করেন। স্টল প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে চুনিয়া পুরুষ দল, দ্বিতীয় হয়েছে কাইলাকুড়ি নারী কৃষক দল, তৃতীয় হয়েছে আইএফএস আইসিটি কৃষাণী দল। আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরনী ও ৩জন কৃষককে কৃষি সহায়তা প্রদান করা হয়। পুরুস্কার বিতরন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।