বরগুনা তালতলীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর

বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ২৩ মে মঙ্গলবার ১০ঘটিকায় ছাতন পাড়া কারিতাস কার্যালয়ে, কারিতাস আইসিডিপি-রাখাইন প্রকল্পের সহযোগিতায় গঠিত ২১টি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

কারিতাস আইসিডিপি-রাখাইন প্রকল্পের সহযোগিতায় ২০০৭ সালে যাত্র শুরু করে ২০১২ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত মাইক্রোক্রেডিট এপ্রোস নামে ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম পরিচালিত হয়।

২০১২ সালের মার্চ মাস থেকে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নাম দিয়ে সমবায় অধিদপ্তরের মাধ্যমে পর্যায়ক্রমে ২১টি ক্রেডিট ইউনিয়নের নিবন্ধন করা হয়। কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গুলো তালতলী উপজেলার ২১টি গ্রামে পরিচালিত হয়।

ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা,
জুনিয়র কর্মসূচী কর্মকর্তা সঞ্জীব চন্দ্র রায়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আজাদুর রহমান, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা, সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুচ, নিশানবাড়ীয়া প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, রাখাইন সমাজ উন্নয়ন
সাংস্থা সহ -সভাপতি মি:মংতাহান,সিসিইউ ফেডারেশন সভাপতি মি:মংথিনজো,মি:চুমেন মাতুববর, নয়াভাইজোড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সোহাগ,সিডিও মি:উচোমেন,সিডিএ মিসেস চান্দা ও তুলসী রানী উপস্থিত ছিলেন।

মংচিন থান
বরগুনা প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *