সুজানগরে পরিবার পরিকল্পনা কার্যক্রম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

এম এ আলিম রিপন,সুজানগর ঃ পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দ ও মসজিদ কমিটির সদস্যদের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপি এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অবহিতকরণ কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক(সিএস) ডাঃ মোহাম্মদ আলী জুলকাওছার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর পাবনার উপ পরিচালক এরশাদ আহমেদ নোমানী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ সানজিদা মুজিব,উপজেলা সমাজসেবা অফিসার মো.জিল্লুর রহমান,উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) সুজানগর পাবনার ডাঃ দিল আফরোজ। পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম। কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম,ধর্মীয় নেতৃবৃন্দ ও মসজিদ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *