January 2, 2025, 8:26 pm
নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন চারঘাট উপজেলার মেরামতপুর কারিগরি উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ নাজমুল হক।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে ১৩ মে প্রতিযোগিতার মাধ্যমে উপজেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে অধ্যক্ষ নাজমুল হক কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করেন।
২০০৩ সালে চারঘাট উপজেলার মেরামতপুর এলাকায় শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে অধ্যক্ষ নাজমুল হক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন।
প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নাজমুল হক তার সহকর্মীদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আসছে, যার ফলশ্রুতিতে তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করেন।
এ ব্যাপারে অধ্যক্ষ নাজমুল হক জানান, এই প্রাপ্তি শুধু আমার একার নয়, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের। আমাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।