January 2, 2025, 6:20 pm
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।
‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র হবে পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে মোংলায় পালিত হয়েছে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস। দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ (মোংলা) কাযার্লয়ের আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বনবিভাগের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জ’র সহকারী বন সংরক্ষক রানা দেব। র্যালী ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপাই ষ্টেশন অফিসার মো: মিজানুর রহমান, করমজল পর্যটন, বন্যপ্রাণী প্রজনন ও তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির। আন্তর্জাতিক জীববৈচিত্র দিবসের এ অনুষ্ঠানে বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধিসহ বননির্ভরশীল নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্রকেই মুলত জীববৈচিত্র বলা হয়ে থাকে। মানুষের আচার-আচরণে পৃথিবী থেকে নানা প্রজাতির প্রচুর উদ্ভিদ ও প্রাণী ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে যা আছে তা সংরক্ষণ ও হারানো উদ্ভিদ-প্রাণীকূলের পুনরুদ্ধার করাই এ দিবসের মূল তাৎপর্য বলে বক্তবে তুলে ধরেন বক্তারা।