রিপন ওঝা,মহালছড়ি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ,কেন্দ্রীয় সংসদ কর্তৃক কর্মসূচী অনুযায়ী সারাদেশের ন্যায় মহালছড়িতেও ২২মে রোজ সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
রাজশাহীতে বিএনপি’র জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন।
আজ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় গোড়াউন মোড়ে গিয়ে শেষ হয়।
উক্ত মোড়েই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ’র সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নন্দন কুমার দে সভাপতিত্ব করেন।
উক্ত বিক্ষোভ মিছিল সম্পন্ন করে সমাবেশে মহালছড়ি সরকারি কলেজ সভাপতি মোঃ সুমন মিয়া, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নন্দন কুমার দে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান দেশের সফল প্রধানমন্ত্রী আমাদের অহংকার দেশরত্ন ও কৃষকরত্ন কৃষিবান্দব শিক্ষাবান্দব নানামূখী উন্নয়নের সরকারের জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে মেরে ফেলা হুমকি দিয়েছে। সেই হুমকিদাতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের দাবি জানানো হয়।সেই সাথে ২৯৮নং খাগড়াছড়ি জেলা সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার ও জেলা পরিষদ চেয়ারম্যান মংশিপ্রু চৌধুরী অপুর নেতৃত্বে ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন’র দিকনির্দেশনামূলক সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সফলতার সহিত আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়লাভ করিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
উক্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply