January 2, 2025, 8:02 pm
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই জন। নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ১ (এক) কেজি গাঁজাসহ ২ (দুই) জন মাদক কারবারিকে আটক করেছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (শনিবার ২০ মে) বিকালে নড়াইলের লোহাগড়া থানাধীন এড়েন্দা বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন-এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুস শুকুর, এএসআই(নিঃ) ছদরুল আলম ও এএসআই (নিঃ) আকিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এড়েন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামের জনৈক আনন্দ মণ্ডল ঠাকুর দাস মণ্ডলের ছেলে কিশোর মণ্ডল (৩৫) ও একই উপজেলার খড়মখালী পশ্চিমপাড়া গ্রামের মৃত পুলিন বিহারী বালার ছেলে প্রতাপ বালা (৩৩)। এ সময় গ্রেপ্তারকৃত কিশোর মণ্ডলের নিকট থাকা স্কুল ব্যাগ হতে ০১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইলের লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ সুপার নির্দেশনায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।