January 2, 2025, 11:35 pm
আলিফ হোসেন,তানোরঃ
আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি এবং হত্যার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এদিকে আবু সাঈদ চঁদের বক্তব্য প্রত্যাহার, জাতীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সভা আয়োজন করেছে।
জানা গেছে, ২২মে সোমবার উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে তানোর থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়। এদিন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা কৃষক লীগের সভাপতি ও প্রধান শিক্ষক রামকমল সাহা, সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, বাঁধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, প্রভাষক মুন্সেফ আলী, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আবুল বাসার সুজন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টু ও নাহিদ হাসান, সামসুজ্জামান ডালিম, লাল মোহাম্মদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও তানভির রেজাপ্রমুখ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদ সভায় সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের (মুল দলের) তেমন লোকসমাগম না হওয়ায় অনেকে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা নেতৃত্বের দিকে ব্যর্থতার অভিযোগের তীর ছুড়েছে।#