July 30, 2025, 4:37 pm
মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১,২,৩,৪ নং ওয়ার্ডের রাস্তা পরিকল্পনা অনুযায়ী সকালে পরিচ্ছন্ন কর্মী চোখে পড়ে না,বাট পাড়া,কালিয়াজুরী, পিটিআই রোর্ড, চিড়িয়াখানার পিঁছনের রোর্ড, ধানমন্ডি রোড, অপরিচ্ছন্ন অবস্থায় দীর্ঘদিন যাবত নাগরিক রা সুবিধা থেকে বঞ্চিত। রাস্তা গুলো খালখন্দ আর ধূলবালিতে ভরপুর।এছাড়া ১,২,৩,৪ নং ওয়ার্ডে পাগলা কুকুরের উৎপাত শুরু হয়েছে। মশা নিধনে পূর্বের ন্যায় এখন আর চোখে পড়েনা বলে একাধিক নাগরিক জানান,এদিকে রবিবারে
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড ছোটরা পশ্চিমপাড়া এলাকায় দিনদুপুরে পাগলা কুকুরে তেলেছমাতি কান্ড ঘটায়। একটি পাগল কুকুর মিনহাজ নামের এক শিশুকে আক্রমণ করেছে। আক্রান্ত শিশুটির অবস্থা সংকটাপন্ন। পাগল কুকুরটি শিশুটির কান কামড় দিয়ে ক্ষতবিক্ষত করেছে এবং শরীরের অন্যান্য জায়গাতেও আক্রমণ করেছে।
শুধু তাই নয়, এই কুকুরটি সন্ধ্যা অবধি আরো অনেককেই আক্রমণ করেছে। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও আছেন।
পাগলা কুকুরটি এভাবে এলাকায় ছোটাছুটি করলে এলাকার মানুষ অনেক আতঙ্কের মধ্যে দিনাতিপাত করে।স্থানীয় দের দাবী দ্রুত রাস্তা ঘাট খালখন্দ মেরামত, পরিস্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ তৈরি করে তুলতে কাউন্সিল দের প্রতি আহবান জানান।এরই সাথে পাগলা কুকুর নিধন করতে আহবান করেন সিটি কতৃপক্ষের কাছে। এব্যাপারে স্থানীয় বাসিন্দা সুশীল সমাজের নেতৃবৃন্দের দাবি যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং এলাকাবাসীকে এই আতঙ্ক থেকে মুক্ত করেন।