চোখের ছানি থেকে মুক্তি পাচ্ছে ২ শতাধিক মানুষ

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়:
পঞ্চগড়ে জেলা পুলিশের উদ্যোগে দ্ররিদ্রদের চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ২ শতাধিক অসহায় দরিদ্র মানুষের চোখের ছানি অপারেশন করা হবে।

রোববার (২১ মে) দুপুরে পুলিশ লাইন্সে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

এর আগে জেলার পাঁচ উপজেলা থেকে চোখের ছানি পড়া অসহায় দরিদ্র মানুষদের বাছাই করে এই ক্যাম্পে আনা হয়। পরে তাদের প্রাথমিক রোগ নির্ণয় করা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যারা চোখের অন্যান্য রোগে আক্রান্ত তাদের দেয়া হয় ব্যবস্থাপত্র। আর চোখে ছানি পড়া ব্যক্তিদের অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়।

দীপ আই কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফিরোজ আলম সাইফুল্লাহ, চিকিৎসক ডা. সাজ্জাদুল বারী ও মুশফিকুল আলমসহ চিকিৎসকরা এই ক্যাম্প পরিচালনা করেন। সোমবার বাছাইকৃত রোগীদের রংপুরে দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। তাদের যাতায়াত খরচ ও থাকা খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। যারা কেবল অর্থের অভাবে নিজেদের চোখের ছানি নিয়েই কষ্টে জীবন যাপন করছেন তাদের মুখে হাসি ফোটাতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (অপরাধ) সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *