January 2, 2025, 5:26 pm
হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়েছে।
নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক এডভোকেট আব্দুল মতিনের পক্ষে দলীয় নেতাকর্মীরা সরকারের উন্নয়ন প্রচারপত্র (লিফলেট) বিলি করেছেন।
প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। তারমধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা, যুগোপোযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি উল্লেখ যোগ্য রয়েছে।
শনিবার বিকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে সাধারণ জনগন সহ দলীয় নেতাকর্মীদের এসব প্রচারপত্র বিলি করা হয়।
এ সময় এডভোকেট আব্দুল মতিনের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলার পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ভুইয়া জামান সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ সংশ্লিষ্টরা প্রচারপত্র বিতরণ কাজে অংশ গ্রহণ করেন।
হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।