September 19, 2025, 1:34 am
অভিজিৎ কুমার দাস,
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষম ডাংগা গার্লস স্কুল এন্ড কলেজ ২০২৩ সালের এসএসসি পরিক্ষাথীদের কাছ থেকে ব্যবহারিক পরিক্ষার নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারপাপ্ত প্রধান শিক্ষক চঞ্চল কুমার মাহাতোর বিরুদ্ধে।
এমন অভিযোগ করে ঐ স্কুলের ছাত্রীরা।
জানাযায় উপজেলার দেশি গ্রাম ইউপির বিষম ডাংগা গার্লস স্কুল এন্ড কলেজ ব্যবহারিক পরিক্ষার নামে অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ টাকা করে অর্থ প্রধান শিক্ষক সরকারি বিধি লংঘন করে হাতিয়ে নিচ্ছে।
এ বিষয়ে বিষম ডাংগা স্কুল এন্ড কলেজের ভারপাপ্ত প্রধান শিক্ষক চঞ্চল কুমার মাহাতো সাথে কথা বললে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমাদের সকল শিক্ষকদের টাকা ও কেন্দ্র ফি দিতে হয় তাই ছাত্রীদের কাছ থেকে এই টাকা নেওয়া হচ্ছে।
তাড়াশ মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এমন অতিরিক্ত টাকা নেওয়ার কোন বিধান নাই যদিও নেই তাহলে বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।।