আদালতে মামলা করায় বাদীর স্ব-পরিবারে হত্যার হুমকি

কে এম সোয়েব জুয়েল,
আদালতে মামলা দায়ের করায় বাদীর স্ব- পরিবারে হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। প্রতিপক্ষের অব্যহত হুমকির মুখে বসত বাড়ি ছেড়ে স্ত্রী পরুজন নিয়ে অন্যত্র চলে যাওয়ার প্রহর গুনছেন এই ভুক্তভোগী পরিবারের লোকজন। এমনই অভিযোগ করেছেন মামলার বাদী আবুল হোসেন সরদার ৪৮।

আবুুল হোসেন জানান, গত ১৩ মে তার বসত বাড়িতে নিজ হাতে রোপিত আম গাছের আম পারতে যায় তার কন্যা তাজপিয়া ২২ ও সাজনিন ২৪।

প্রতিপক্ষ রোমান ৩০ রুহুল আমিন হাং ২৪ সহধর রুবেল ৩২ গং রা তাদের আম গাছ দাবি করে আম পারতে বাঁধা সৃষ্টির এক পর্যায় , তর্কের মাধ্যমে আবুল হোসেন সরদারের কন্যা তাজপিয়া ও সাজনিনকে এলোপাতাড়ি মারধর করলে তারা অজ্ঞান হয়ে মাটিতে পরে যায়।

স্হানিযরা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় প্রতিপক্ষ দ্বয়কে অভিযুক্ত করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন আবুল হোসেন। পুলিশ ঘটনার বিষয়বস্তু তদন্ত করে সত্যতা পেয়েও প্রতিপক্ষরা প্রভাবশালি হওয়ায় ভুক্তভোগী আবুল হোসেনকে , বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন।

সে মতে আবুল হোসেন গত ১৫ মে ২০২৩ ইং ইউনুস হাওলাদারের পুত্র রুহল আমিন ২৪ রুমান হাং ৩০ রুবেল ৩২ গং দের বিবাদী করে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যার নং- ১৬৯/২৩।

মামলা উত্তোলন করা না হলে বিবাদী রুহুল আমিন গং আবুল হোসেনের বসত বাড়িতে আগুন জ্বালিয়ে হত্যা সহ কন্যা তাজপিয়া ও সাজনিনকে এসিড দগ্ধ করে ঝলসিয়ে দিবে বলে হুমকি দেয়। এমনটাই জানিয়েছেন মামলার বাদী আবুল হোসেন সরদার।

সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখ থেকে পরিত্রান পেতে প্রশাসনের সর্ব মহলের সহোযোগিতা ও অপরাধীদের আইনের আওতায় এনে সর্বচ্ছ শাস্তির দাবি করেন ভুক্তভোগী অসহায় পরিবারের লোকজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *