January 3, 2025, 2:27 am
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| বাগেরহাটের রামপালে একদিনের ব্যবধানে ফয়লাহাট ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে বেলাল শেখ নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে। আটক বেল্লালের নামে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। বেলাল উপজেলার ভাগা গ্রামের শুকুর শেখের পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাতে ফয়লাহাট ফাঁড়ির আইসি এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ পারগোবিন্দপুর আদর্শ গ্রামের সগুনা কাঠের সাঁকোর পাশে টহল দিচ্ছিলেন। ওই সময় বেল্লাল গাঁজা বিক্রির জন্য তাজুর দোকান সংলগ্ন সরকারি রাস্তার উপর অবস্থান করছিল। এরপর এসআই ইসমাইল তাঁকে ৪৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন।
আটক বেল্লাল শেখ একজন পেশাদার মাদক কারবারি বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো মাদক কারবারি, জুয়াড়ি, সন্ত্রাসী ও জঙ্গি আমার কর্ম এলাকার মধ্যে থাকতে পারবে না। শান্তি শৃঙ্খলা রক্ষায় আমি আপোষহীন। উল্লেখ, গত মঙ্গলবার রাতে মাদক কারবারি হৃদয় দাসকে আটক করা হয়েছে।