বানারীপাড়ায় বিষাক্ত সাপ নিয়ে খেলা করতে গিয়ে প্রান হারিয়েছে শহিদ

বরিশাল প্রতিবেদক।
বরিশালের বানারীপাড়ায় বিশাক্ত গোখড়া সাপ নিয়ে খেলা করতে গিয়ে প্রান
হারিয়েছেন শহিদুল ইসলাম (৫০)। উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৮ নং
ওয়ার্ডের কদমবাড়ি গ্রামের ত্রিমুখী মন্ডল পারার মন্নান বেপারীর ছেলে মোঃ
শহিদ বেপারী ওই বিশাক্ত সাপের ছোবলে মৃত্যুবরন করেন। জানা গেছে গত
শুক্রবার ১২ মে সকালে শহিদ বেপারীর লকট বাগান থেকে ওই সাপটি তিনি (শহিদ
বেপারী) ধরেন। এর পরে সাপটি নিয়ে বেশকিছু সময় এলাকার বিভিন্ন চায়ের দোকান
সহ বিভিন্ন স্থানে নিয়ে সাপের সাথে খেলা করেন শহিদ। এসময় স্থানীয়রা
শহিদকে বিশধর সাপ নিয়ে এরকম খেলা করতে বারন করলেও তা না শুনে তিনি সাপটি
নিয়ে খেলা করার একপর্যায়ে সাপের মুখ তার মুখের মধ্যে প্রবেশ করান।
স্থানীয়রা জানান সাপ নিয়ে খেলা করার সময় সাপটি প্রথমে শহিদের ছোখে বিষ
ছিটিয়ে দেয়, পরে শহিদের পায়ে দংশন করে। এ অবস্থায়ও শহিদ বিচলিত না হয়ে সে
ওই সাপটিকে আছাড় দিয়ে মেরে ফেলে খালে ভাসিয়ে দেয়। এ ঘটনার পরে দুপুর
১২টার দিকে সাপের বিষে আক্রান্ত শহিদকে নিয়ে তার স্বজনেরা বরিশাল শের-ই
বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শহিদকে মৃত ঘোষনা
করেন। পরদিন শনিবার ১৩ মে সকালে শহিদের লাশ তাদের পারিবারিক কবরস্থানে
দাফন করা হয়। মৃত শহিদ একজন গাছ ব্যাবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়
আঃ রাজ্জাক। তিনি আরও জানান শহিদ পূর্ব থেকেই অনেক সাহসী ছিলেন। তবে
শহিদের অতিরিক্ত সাহসের কারনেই সাপের ছোবলে তার মৃত্যু হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *