নিজস্ব প্রতিনিধি,পটিয়া॥ পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক নুরুল ইসলামকে অবরুদ্ধ করাসহ বিভিন্নভাবে নাজেহাল করার ঘটনায়
শিক্ষকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বেলা ৩টায় বাংলাদেশ শিক্ষক সমিতি
(কামরুজ্জামান) পটিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের প্রধান ফটক
এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির পটিয়া উপজেলার সভাপতি
শিক্ষক আবদুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক
সমিতির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মো.
শহিদুল ইসলাম, সমিতির পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক অরুণ কুমার মিত্র,
মুক্তিযোদ্ধা মো. ইছহাক, আবদুল মন্নান, নুরুল ইসলাম, বদিউল আলম, মিজানুর
রহমান ও মো. শাহজাহান। পরে নেতৃবৃন্দ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।
পটিয়ায় প্রধান শিক্ষককে অবরুদ্ধের প্রতিবাদের মানববন্ধন

Leave a Reply