নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
নেছারাবাদে খর্বাকৃতির দম্পতি আল আমিন, শাম্মি আখতারের ঘরে খাবার না থাকায় এক মাসের খাবার পৌছে দিল স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ। বুধবার সন্ধ্যায় আলামিন ও স্বাম্মীর ঘরে খাবার নেই এরকম একটি সংবাদ সামজিক যোগাযোগ এর মাধ্যমে জানতে পারে উদ্যোগ সংগঠনটি। খবর শুনে নিজেদের উদ্যোগে ১মাসের খাবার তাদের ঘরে পৌঁছে দেন তারা।
ওই খর্বাকৃতি দম্পত্তি উপজেলার অলংকারকাঠি গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়নে ঘরে বসবাস করেন। ৪০ ইঞ্চি বর এবং ৩২ ইঞ্চি কনে দম্পত্তির বর আলামিন অনেকটা বাক ও শারীরিক প্রতিবন্ধি। একারনে বর আল-আমিন কাজকর্মে অনেকটা অক্ষম। তাই কাজ করতে না পারায় আলামীনের ঘরে খাবার সংকট দেখা দেয়। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিবন্ধী ভাতা দিয়ে কোনরকমে সংসার চলে তাদের। স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ তাদের খাদ্য সংকটের কথা জানতে পেরে বৃহস্পতিবার সন্ধ্যার পরে তাদের ঘরে ১ মাসের খাবার পৌঁছে দেন।
নেছারাবাদ উপজেলা বেশকিছু শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলেন এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। সংগঠনের সদস্যরা প্রতিনিয়ত টিফিনের টাকা থেকে ১ টাকা বাঁচিয়ে সংগঠনের অর্থ যোগাড় করেন। এবং ঐ অর্থ থেকে অসহায় হত দরিদ্র লোকের পাশে দাড়িয়ে সহযোগীতা করে যাচ্ছে।
এসময়, উদ্যোগের অন্যতম সদস্য মোঃ মেশকাত হোসেন জানান, উদ্যেগ আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা স্কুলের টিফিনের টাকা থেকে ১ টাকা বাঁচিয়ে তা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।আমি মনে করি এরকম সমাজের যারা অসহায় আছেন আমারা যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়ালে খুব সহজেই অসহায় মানুষের কিছুটা হলেও দুঃখ-কষ্ট লাঘব হবে।
আনোয়ার হোসেন
নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি।।
Leave a Reply