January 3, 2025, 12:32 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
পঞ্চগড় জেলায় তেতুলিয়া উপজেলায় শিশু কন্যাসহ এক গৃহবধু তিনি তেঁতুলিয়া থেকে নিখোজ হয়েছে।
নিখোজ নারীর নাম সুরাইয়া আক্তার( ২৫)তার ডাক নাম (নির্জনা) স্বামীর নাম আবু তাহের। তার বাড়ি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামে। নিখোঁজ হয়।
গত সোমবার (১৫ মে/২০২৩) সন্ধ্যা ৭ টার সময় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে যাবার কথা বলে বের হন। পরে আর ফিরে আসেনি। তার স্বামী আবু তাহের সন্তান ও স্ত্রীর কোথাও কোন খবর না পেয়ে মঙ্গলবার সকালে তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
তিনি জয়পুর হাট জেলার পাঁচবিবি পৌরসভার মোঃ সাইদুর রহমান ও মিনারা বেগমের কন্যা। মডেল থানার ডাইরি ১৬ মে মঙ্গলবার যার নম্বর-৬৪৬,তারিখ- ১৬-০৫-২০২৩। কোন সহৃদয়বান ব্যক্তি তাদের স্থানে পেলে দেখলে নিকটস্থত থানা পুলিশ বা জনপ্রতিনিধিকে জানানোর জন্য অনুরোধ করেছেন।