৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা

মোঃ বাবলু হোসেন পঞ্চগড়, :
জেলা তথ্য অফিস, পঞ্চগড় এর আয়োজনে ও জেলা প্রশাসন ,পঞ্চগড় এর সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ,পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জহুরুল ইসলাম, জেলা প্রশাসক, পঞ্চগড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. সিরাজুল হুদা পিপিএম, পুলিশ সুপার, পঞ্চগড়, মো: আজাদ জাহান, উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার বিভাগ, পঞ্চগড়, মো: রফিকুল ইসলাম, সিভিল সার্জন, পঞ্চগড়, মো: দেলোয়ার হোসেন প্রধান, অধ্যক্ষ, এম. আর সরকারি কলেজ, পঞ্চগড়। সভায় সভাপতিত্ব করেন মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পঞ্চগড়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ হায়দার আলী, তথ্য অফিসার(রু: দা:), জেলা তথ্য অফিস, পঞ্চগড়। মতবিনিময় সভায় বলা হয় ২০২২ সালের ১২ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ । স্মার্ট বাংলাদেশ গড়ার মূলভিত্তি চারটি ০১। স্মার্ট সিটিজেন, ০২। স্মার্ট গভর্নমেন্ট, ০৩। স্মার্ট ইকোনমি ও ০৪। স্মার্ট সোসাইটি। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল ও চ্যালেঞ্জ ২০৩০ সালে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা। চতুর্থ শিল্প বিপ্লবে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম প্রয়োগ। চতুর্থ শিল্প বিপ্লবে যে সকল প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হবে সেগুলো-কত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস, ব্লক চেইন প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত মানের জিন প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স। চতুর্থ শিল্প বিপ্লবের সুফলকে কাজে লাগাতে পারলে স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ অনেকদুর এগিয়ে যাবে। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে মানুষের কাজ দখল করে নেবে উন্নত মানের মেশিন ও রোবট । পরিবর্তিত পরিস্থিতিতে তথ্য প্রযুক্তি ও কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিরাই টিকে থাকবে বলে বক্তাগণ উপরোক্ত বক্তব্য রাখেন । এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা, এবং প্রি্ন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *