August 31, 2025, 6:04 am
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বানারীপাড়ায় আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। বুধবার ১৭ মে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমূখ।
এসময় স্থানীয় এমপি মো. শাহে আলম, বানারীপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সাবেক মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, দপ্তর সম্পাদক কাউন্সিলর এমাম হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।#